খুঁজুন
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা

ভালুকার গুলেনূর দাখিল মাদ্রাসার এডহক কমিটি অনুমোদন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১০:১৫ অপরাহ্ণ
ভালুকার গুলেনূর দাখিল মাদ্রাসার এডহক কমিটি অনুমোদন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধলিয়া এলাকার গুলেনূর দাখিল মাদ্রাসার এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। গত ১০ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই কমিটি অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর (গভার্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ নম্বর প্রবিধানের আওতায় কমিটি গঠিত হয়।

নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নোভা খানম, সাধারণ শিক্ষক সদস্য হিসেবে আছিয়া খাতুন, অভিভাবক সদস্য হিসেবে শেখ মোঃ আসাদুজ্জামান এবং সদস্য সচিব হিসেবে মাদ্রাসার সুপার মাওলানা মেসবাহ উদ্দিন মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, গুলেনূর দাখিল মাদ্রাসাটি ১৯৭৯ সালে মরহুম আজিজুর রহমান খান প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এলাকার ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

ভালুকায় পৌর বিএনপির মতবিনিময় সভা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ
ভালুকায় পৌর বিএনপির মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ লক্ষ্যে ভালুকা পৌর বিএনপির উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ভালুকা বাসস্ট্যান্ড এলাকার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল ও যুগ্ম আহ্বায়ক সামছুদ্দিন আহম্মেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চায়।

তিনি বলেন, ভালুকার মানুষ বারবার ভোটের অধিকার হারিয়েছে। উন্নয়নের নামে লুটপাট ও দুঃশাসন ছাড়া সাধারণ মানুষ কিছুই পায়নি। এই নির্বাচন জনগণের অধিকার ফিরে পাওয়ার নির্বাচন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের কথা শোনা এবং প্রত্যাশা তুলে ধরার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, শক্তিশালী সংগঠন গড়ে তুলতে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় ও সংগঠিত ভূমিকার বিকল্প নেই। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক কার্যক্রম জোরদার করে মাঠপর্যায়ে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।

মতবিনিময় সভায় পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন। আলোচনায় নির্বাচনী প্রস্তুতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ, জাতি ও মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

ঈশ্বরগঞ্জে ইউএনও অফিসের বারান্দায় কাঁপছে অসহায় মানুষ, মিলছে না এক টুকরো উষ্ণতা

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ
প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
ঈশ্বরগঞ্জে ইউএনও অফিসের বারান্দায় কাঁপছে অসহায় মানুষ, মিলছে না এক টুকরো উষ্ণতা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় তীব্র শীত ও শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সরকারি একটি কম্বলের আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের বারান্দায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন অসহায় ও দুস্থ মানুষ। তবে দীর্ঘ অপেক্ষার পর অনেককেই খালি হাতে ফিরে যেতে হচ্ছে।

রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বারান্দায় গিয়ে দেখা যায়, ১০-১৫ জন বয়োবৃদ্ধ মানুষ শীতের কাপড়ের আশায় ভিড় করে বসে আছেন। অফিসের কর্মচারীরা তাদের ‘এখানে কম্বল দেওয়া হয় না’ বলে চলে যেতে বললেও, হাড়কাঁপানো শীত থেকে বাঁচতে তারা সহজে সরতে চাইছেন না।

আশাহত হয়ে বাড়ি ফেরার পথে ৭৫ বছর বয়সী বৃদ্ধা হাজেরা আক্ষেপ করে বলেন, “বাবা, অনেক শীত। শীতে খুবই কষ্ট করতাছি। টিইউনোর (ইউএনও) কাছে আইছিলাম একটা কম্বলের লাইগ্যা। কিন্তু এত্তক্ষণ বইয়া থাইক্যাও কম্বল পাইলাম না, টিএনওরেও (ইউএনও) পাইলাম না।”

চরনিখলা গ্রাম থেকে আসা সত্তরোর্ধ্ব আঃ মতিন জানান তার কষ্টের কথা। তিনি বলেন, “তিন দিন ধইরা একটা কম্বলের লাইগ্যা আইতাছি, তাও পাইলাম না। আপনারা কি একটা কম্বল লইয়া দিতে পারবেন?” একই ধরণের ক্ষোভ প্রকাশ করেন মাইজবাগ ইউনিয়নের আবুল হোসেন। তিনি বলেন, “শীতে মানুষ কষ্ট করতেছে কিন্তু কম্বল বিতরণের সাড়াশব্দ নাই। শীত গেলে কি গরমে কম্বল দিয়া কাম হইবো?”

এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে কথা বলে জানা গেছে, এবার তাদের মাধ্যমে কম্বল বিতরণের কোনো বরাদ্দ দেওয়া হয়নি। সমস্ত বিতরণ কার্যক্রম ইউএনও অফিস থেকে পরিচালিত হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আলাল উদ্দিন জানান, ৬ লাখ টাকা ব্যয়ে কোটেশনের মাধ্যমে মোট ১১শ কম্বল কেনা হয়েছে। তবে এখন পর্যন্ত কতগুলো বিতরণ হয়েছে, তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি। তিনি জানান, বিষয়টি ইউএনও মহোদয় ভালো বলতে পারবেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, “আমি ইতোমধ্যে রাতের বেলা বিভিন্ন এলাকায় ঘুরে প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ২০০ থেকে ২৫০টি কম্বল বিতরণ করেছি। আমাদের এই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।”

তীব্র শীতের এই সময়ে সরকারি কম্বল বিতরণে আরও গতি আনার দাবি জানিয়েছেন উপজেলার সচেতন মহল ও ভুক্তভোগী সাধারণ মানুষ।

ভালুকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপজেলা ও পৌর শ্রমিক দলের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ
প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
ভালুকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপজেলা ও পৌর শ্রমিক দলের দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে ভালুকা উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ্ মো. সুজন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Popup Image

ভোরের পোস্টে সারাদেশে শিক্ষানবিশ প্রতিনিধি নিয়োগ চলছে। সিভি ইমেইল করুন করুন।

আপনার সিভি পাঠান
×