ঈশ্বরগঞ্জের খেলোয়াড়দের অনুপ্রেরণায় ক্রীড়াসামগ্রী উপহার
ঈশ্বরগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে সৌজন্য পরিদর্শনে এসে তরুণ খেলোয়াড়দের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দিয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আলহাজ্ব শাহ নুরুল কবির শাহীন।
সোমবার (২০ অক্টোবর) ঈশ্বরগঞ্জ কলেজ মাঠ ক্রীড়া উন্নয়ন সংঘের আমন্ত্রণে তিনি মাঠ পরিদর্শনে আসেন। এ সময় তিনি মাঠের তরুণ খেলোয়াড় ও সংগঠকদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান এবং খেলাধুলা বিষয়ক নানা দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
শাহীন বলেন, “ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দলগত চেতনায় গড়ে তোলে।” তিনি ঈশ্বরগঞ্জের ক্রিকেটের অগ্রযাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং তরুণদের আরও মনোযোগী হয়ে অনুশীলনে উৎসাহিত করেন।
খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে তিনি ব্যক্তিগত উদ্যোগে ঈশ্বরগঞ্জ কলেজ মাঠ ক্রীড়া উন্নয়ন সংঘকে একটি ব্যাট ও কিছু বল উপহার দেন। সংঘের পক্ষ থেকে এই উপহারকে ‘অনুপ্রেরণার প্রতীক’ হিসেবে উল্লেখ করা হয়।
সৌজন্য পরিদর্শন শেষে সংঘের কর্মকর্তারা আলহাজ শাহ নুরুল কবির শাহীন মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর এই সহানুভূতিশীল উদ্যোগ ঈশ্বরগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শাহীন মহোদয় এলাকার খেলাধুলার উন্নয়নে পাশে থাকবেন এবং তরুণদের প্রেরণার উৎস হয়ে থাকবেন।

আপনার মতামত লিখুন