খুঁজুন
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ঢাকা

ভালুকায় এনসিপির অফিস উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ
ভালুকায় এনসিপির অফিস উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক অফিস উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বেলা ১১টায় পৌর সদরের পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত ‘মা বাবা সুপার কমপ্লেক্স’-এ আনুষ্ঠানিকভাবে এই অফিস উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।

পরবর্তীতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মুস্তাফিজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সমন্বয়কারী হাবিব জিহাদী।

সভায় ডা. জাহেদুল ইসলাম বলেন, “মৌলিক সংস্কার ছাড়া দেশের জনগণ আর কোনো নির্বাচন মেনে নেবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী অচিরেই এই সরকারকে দায়িত্ব নিয়ে জুলাই সনদ ঘোষণা করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় কমিটির সংগঠক প্রিন্স শান্ত, ভালুকা উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী শাহ মাহতাব উদ্দিন, শেখ মোস্তাক আহমেদ, লোকমান হেকিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ময়মনসিংহ জেলা কমিটির সংগঠক শেখ মুশফিকুর রহমান অপূর্ব, ময়মনসিংহ জেলা সমন্বয় কমিটির সদস্য নুরুল ইসলাম, ভালুকা উপজেলা সমন্বয় কমিটির সদস্য আরাফাত সানী, নুরুজ্জামান কবির প্রমুখ।

ভালুকায় জাসাসের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ
ভালুকায় জাসাসের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

ময়মনসিংহের ভালুকায় জাসাসের নবগঠিত কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ভালুকা উপজেলা শাখার আয়োজনে পৌর সদরের মেগার মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা।

আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সভাপতি আহসান হাবীব রিপন।

এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের যুগ্ম সম্পাদক সোহাগ রহমান, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, রফিকুল ইসলাম, আলাউদ্দিন, শরিফ, সোয়েব, মোস্তাকিন, রাহুলসহ উপজেলা ও ইউনিয়ন জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ভালুকায় আলোচিত ভূমি দস্যু আব্দুর রশিদ গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ণ
ভালুকায় আলোচিত ভূমি দস্যু আব্দুর রশিদ গ্রেফতার

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধলিয়া দেয়ালিয়া পাড়ার আলোচিত ব্যক্তি ও কথিত ভূমি দস্যু আব্দুর রশিদকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি মৃত আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি তৎকালীন ভূমি মন্ত্রী ও আইন মন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে নিজের প্রভাব বাড়িয়ে তুলেছিলেন। এছাড়া, খাদ্য সরবরাহকারী পরিচয়ে সরকারের ভেতরের নানা সুবিধা গ্রহণ করতেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মির্জা আজমের পক্ষে ভালুকার জামিরদিয়া ও হবিরবাড়ি মৌজায় শত শত একর বন বিভাগের জমি দখলে সহায়তা করেছেন। এ ছাড়াও ভোট ডাকাতি, জালিয়াতি, ভুয়া এজেন্ট নিয়োগসহ নির্বাচনী অনিয়ম, বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর এবং সম্প্রতি সংঘটিত ছাত্র হত্যাকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের ভাষ্যমতে, আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি দখল ও মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিলেন। তার বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগে কয়েকশ মানুষ অসহায় হয়ে পড়েছেন। এসব অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আরও বড় পরিসরের মামলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভালুকা থানার ওসি জানান, “আব্দুর রশিদকে গ্রেফতারের পর প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ভালুকায় উন্মুক্ত গরু-মহিষের অত্যাচারে কৃষকের ফসলের ক্ষতি, প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ
ভালুকায় উন্মুক্ত গরু-মহিষের অত্যাচারে কৃষকের ফসলের ক্ষতি, প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর পশ্চিমপাড়া গ্রামে উন্মুক্তভাবে গরু ও মহিষ পালন করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে তারেক শেখ এবং মেয়ে শরিফা আক্তার ও পারুল আক্তার দীর্ঘদিন ধরে প্রায় ২০-২৫টি গরু ও মহিষ মুক্তভাবে এলাকায় চড়াচ্ছেন। ফলে ধানের বীজতলা, সবজি ক্ষেতসহ বিভিন্ন কৃষিজ ফসলের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের নানা ভাবে অনুরোধ জানালেও কোনো প্রতিকার না পাওয়ায় বৃহস্পতিবার (৩ জুলাই) আবুল কালাম ফকির নামের এক ব্যক্তি স্থানীয় শতাধিক ভুক্তভোগীর স্বাক্ষরসহ ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, প্রাণীগুলো নিয়মিতভাবে ধানের বীজতলা ও ফসলি জমিতে প্রবেশ করে ব্যাপক ক্ষতি করছে। গত বুধবার (২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে গরু ও মহিষের একটি দল পরিকল্পিতভাবে একটি বীজতলা নষ্ট করে দেয়, যার ফলে প্রায় ১৪০ কেজি ধানের ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, “আমরা শান্তিপ্রিয় মানুষ, আইনের প্রতি শ্রদ্ধাশীল। বহুবার বলা সত্ত্বেও তারা পশুগুলো বেঁধে রাখেন না। বরং ইচ্ছাকৃতভাবেই ফসলের ক্ষতি করে যাচ্ছেন। এখন আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।”

এলাকাবাসীর দাবি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে উন্মুক্তভাবে পশু পালনের এই অনিয়ম বন্ধ করা হোক এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক।

স্থানীয়রা জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ফসলের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে, পাশাপাশি গ্রামে বড় ধরনের সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে।