
ময়মনসিংহের ভালুকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক অফিস উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বেলা ১১টায় পৌর সদরের পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত ‘মা বাবা সুপার কমপ্লেক্স’-এ আনুষ্ঠানিকভাবে এই অফিস উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।
পরবর্তীতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মুস্তাফিজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সমন্বয়কারী হাবিব জিহাদী।
সভায় ডা. জাহেদুল ইসলাম বলেন, “মৌলিক সংস্কার ছাড়া দেশের জনগণ আর কোনো নির্বাচন মেনে নেবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী অচিরেই এই সরকারকে দায়িত্ব নিয়ে জুলাই সনদ ঘোষণা করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় কমিটির সংগঠক প্রিন্স শান্ত, ভালুকা উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী শাহ মাহতাব উদ্দিন, শেখ মোস্তাক আহমেদ, লোকমান হেকিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ময়মনসিংহ জেলা কমিটির সংগঠক শেখ মুশফিকুর রহমান অপূর্ব, ময়মনসিংহ জেলা সমন্বয় কমিটির সদস্য নুরুল ইসলাম, ভালুকা উপজেলা সমন্বয় কমিটির সদস্য আরাফাত সানী, নুরুজ্জামান কবির প্রমুখ।