ঈশ্বরগঞ্জে মানসম্মত শিক্ষার অভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুঁকছে মাদ্রাসায়

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৭:৫০ অপরাহ্ণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শ্রীপুর জিথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ দিনদিন অবনতির দিকে যাচ্ছে। বিদ্যালয়ের মাঠ গরু রাখার স্থানে পরিণত হয়েছে, শহীদ মিনার পড়ে আছে অযত্নে-অবহেলায়, আর শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গেছে। মানসম্মত পাঠদানের অভাবে অনেক শিক্ষার্থী আশ্রয় নিচ্ছে স্থানীয় মাদ্রাসাগুলোতে।

সরেজমিনে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের ২৮নং শ্রীপুর জিথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টিতে কর্মরত ছয়জন শিক্ষকের মধ্যে পাঁচজন উপস্থিত ছিলেন। তবে শিক্ষার্থীর উপস্থিতি ছিল অত্যন্ত হতাশাজনক। ৩য় শ্রেণিতে ২৬ জনের মধ্যে ১১ জন, ৪র্থ শ্রেণিতে ২২ জনের মধ্যে মাত্র ৫ জন এবং ৫ম শ্রেণিতে ২১ জনের মধ্যে উপস্থিত ছিল মাত্র ৭ জন। বিদ্যালয়ের মাঠে গরু বাঁধা ছিল এবং পুরাতন ঘরে রাখা ছিল গরুর খড়। শহীদ মিনারটি আগাছায় ভরা, মল-মূত্রে অপরিচ্ছন্ন পরিবেশে ঢাকা।

স্থানীয়দের অভিযোগ, শিক্ষকরা ঠিকমতো সময়মতো বিদ্যালয়ে আসেন না এবং দুপুরের আগেই বিদ্যালয় ছুটি দিয়ে চলে যান। শিক্ষকদের অনিয়মিততা ও পাঠদানে গাফিলতির কারণে দিনদিন শিক্ষার্থী কমে যাচ্ছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতারুজ্জামান বলেন, “আমাদের শিক্ষকরা যথাসময়ে উপস্থিত হয়ে পাঠদান করেন। তবে শিক্ষার্থীদের উপস্থিতির হার কম। উপবৃত্তির আওতায় ১০৭ জন শিক্ষার্থী থাকলেও অনেকেই বিদ্যালয়ে আসে না। খোঁজ নিয়ে জানা গেছে, অনেক শিক্ষার্থী স্থানীয় মাদ্রাসায় ভর্তি হয়ে ক্লাস করছে।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, “আমি এখনো ওই বিদ্যালয়ে যাইনি। তবে দ্রুতই পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের দাবি, বিদ্যালয়ে নিয়মিত তদারকি ও মানসম্মত শিক্ষা নিশ্চিত না করা হলে ভবিষ্যতে এখানকার শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষাও হুমকির মুখে পড়বে।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন