ভালুকায় উন্মুক্ত গরু-মহিষের অত্যাচারে কৃষকের ফসলের ক্ষতি, প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর পশ্চিমপাড়া গ্রামে উন্মুক্তভাবে গরু ও মহিষ পালন করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে তারেক শেখ এবং মেয়ে শরিফা আক্তার ও পারুল আক্তার দীর্ঘদিন ধরে প্রায় ২০-২৫টি গরু ও মহিষ মুক্তভাবে এলাকায় চড়াচ্ছেন। ফলে ধানের বীজতলা, সবজি ক্ষেতসহ বিভিন্ন কৃষিজ ফসলের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের নানা ভাবে অনুরোধ জানালেও কোনো প্রতিকার না পাওয়ায় বৃহস্পতিবার (৩ জুলাই) আবুল কালাম ফকির নামের এক ব্যক্তি স্থানীয় শতাধিক ভুক্তভোগীর স্বাক্ষরসহ ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, প্রাণীগুলো নিয়মিতভাবে ধানের বীজতলা ও ফসলি জমিতে প্রবেশ করে ব্যাপক ক্ষতি করছে। গত বুধবার (২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে গরু ও মহিষের একটি দল পরিকল্পিতভাবে একটি বীজতলা নষ্ট করে দেয়, যার ফলে প্রায় ১৪০ কেজি ধানের ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, “আমরা শান্তিপ্রিয় মানুষ, আইনের প্রতি শ্রদ্ধাশীল। বহুবার বলা সত্ত্বেও তারা পশুগুলো বেঁধে রাখেন না। বরং ইচ্ছাকৃতভাবেই ফসলের ক্ষতি করে যাচ্ছেন। এখন আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।”

এলাকাবাসীর দাবি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে উন্মুক্তভাবে পশু পালনের এই অনিয়ম বন্ধ করা হোক এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক।

স্থানীয়রা জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ফসলের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে, পাশাপাশি গ্রামে বড় ধরনের সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন