
ময়মনসিংহের গৌরীপুরে নকল জুস কারখানার বিরুদ্ধে অভিযান, ময়মনসিংহের গৌরীপুরে নকল জুস কারখানার বিরুদ্ধে অভিযান, কারখানা মালিককে জেলে প্রেরণ এবং নকল জুস কারখানা বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদের ভিত্তিতে রুপনাকান্দা, কলতাপাড়া, গৌরীপুরে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানার মালিক দুলাল উদ্দিনকে গ্রেফতার করা হয় এবং তাকে এক লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান জানান, কারখানা সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের অভিযান চলবে। এ সময় অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, এনএসআই, বাংলাদেশ পুলিশ এবং বিএসটিআই সর্বাত্মক সহযোগিতা করেন বলে জানান তিনি।