
সম্প্রতি দেশব্যাপী চুরি, ডাকাতি, ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভালুকার সাধারন ছাত্র-সমাজের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১ মার্চ (শনিবার) সকাল ১১ টায় ভালুকা সরকারি কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই মানববন্ধনের আয়োজন করেন তারা।
এসময় বক্তারা দেশের আইনশৃংখলার তৎপরতা বৃদ্ধিসহ প্রকাশ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।
এসময় বক্তব্য রাখেন ভালুকা সাধারণ ছাত্র সমাজের প্রতিনিধি মফিজুল ইসলাম, মোঃ ওয়াসিম উদ্দিন, আইরিন খানম রিদা, মেহেনাজ আক্তার মৌ প্রমুখ। মানববন্ধনটিতে ভালুকার সর্বস্তরের সাধারণ ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।