ভালুকায় প্রজন্ম দলের কমিটি গঠন, সভাপতি মিয়াজ – সম্পাদক কুদ্দুস আলী

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল ভালুকা উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে । জাতীয়তাবাদী প্রজন্ম দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আহবায়ক মোঃ আরিফুল হক ও সদস্য সচিব মোঃ রুবেল মিয়া স্বাক্ষরিত প্যাডে ওই কমিটি অনুমোদন দেওয়া হয়। এসময় ওই কমিটি ৬০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি পূর্ণাঙ্গ করে জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

রবিবার ২৩(ফেব্রুয়ারি) ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মোঃ মিয়াজ উদ্দিনকে সভাপতি ও মোঃ আব্দুল কুদ্দুস মিয়াকে সাধারন সম্পাদক করা হয়। ওই কমিটিতে মনিরুজ্জামান মনিরকে সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনিত করা হয়।

কমিটির সভাপতি মোঃ মিয়াজ উদ্দিন বলেন, আমাকে দায়িত্ব দেওয়ায় ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সকলকে আন্তরিক ধন্যবাদ। কমিটির সকলের সহযোগিতায় জাতীয়তাবাদের হাত কে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবো। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন