মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু, দেশে লাশের অপেক্ষায় স্বজনরা

মালয়েশিয়ার কেল্লা শহরে স্ট্রোক করে মো. বাদশা (৪৩) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) মালয়েশিয়া সময় সকাল ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা মুজাম্মেল হক রনি।
মো. বাদশা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ১নং সদর ইউনিয়নের চরশিহারী গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল খালেকের ছেলে।
ভাতিজা মুজাম্মেল হক রনি জানান, প্রায় ২০ বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যান মো. বাদশা। সেখানে কেল্লা শহরের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। তিন বছর আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার একটি পুত্র সন্তান রয়েছে।
রনি আরও জানান, গত রোববার হঠাৎ স্ট্রোক করলে মো. বাদশাকে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
চাচার লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এছাড়া মালয়েশিয়ায় অবস্থানরত চাচার সহকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং তারা যত দ্রুত সম্ভব মরদেহ দেশে পাঠানোর চেষ্টা করছেন।
আপনার মতামত লিখুন