ভালুকায় জাসাসের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

ময়মনসিংহের ভালুকায় জাসাসের নবগঠিত কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ভালুকা উপজেলা শাখার আয়োজনে পৌর সদরের মেগার মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা।
আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সভাপতি আহসান হাবীব রিপন।
এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের যুগ্ম সম্পাদক সোহাগ রহমান, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, রফিকুল ইসলাম, আলাউদ্দিন, শরিফ, সোয়েব, মোস্তাকিন, রাহুলসহ উপজেলা ও ইউনিয়ন জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন