ভালুকায় আলোচিত ভূমি দস্যু আব্দুর রশিদ গ্রেফতার

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধলিয়া দেয়ালিয়া পাড়ার আলোচিত ব্যক্তি ও কথিত ভূমি দস্যু আব্দুর রশিদকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি মৃত আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি তৎকালীন ভূমি মন্ত্রী ও আইন মন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে নিজের প্রভাব বাড়িয়ে তুলেছিলেন। এছাড়া, খাদ্য সরবরাহকারী পরিচয়ে সরকারের ভেতরের নানা সুবিধা গ্রহণ করতেন বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মির্জা আজমের পক্ষে ভালুকার জামিরদিয়া ও হবিরবাড়ি মৌজায় শত শত একর বন বিভাগের জমি দখলে সহায়তা করেছেন। এ ছাড়াও ভোট ডাকাতি, জালিয়াতি, ভুয়া এজেন্ট নিয়োগসহ নির্বাচনী অনিয়ম, বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর এবং সম্প্রতি সংঘটিত ছাত্র হত্যাকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা।
স্থানীয়দের ভাষ্যমতে, আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি দখল ও মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিলেন। তার বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগে কয়েকশ মানুষ অসহায় হয়ে পড়েছেন। এসব অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আরও বড় পরিসরের মামলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভালুকা থানার ওসি জানান, “আব্দুর রশিদকে গ্রেফতারের পর প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন