আগামীর ভালুকা : ডা. জাহেদুল ইসলাম নতুন দিগন্ত

ভালুকার মাটি ও মানুষের জন্য আজীবন কাজ করে যেতে চান ডা.জাহেদুল ইসলাম। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব হিসেবে বরাবরই অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার তিনি। তরুণ বয়স থেকেই তিনি তরুনদের নানা সমস্যা তুলে ধরেছেন এবং সমাধানের পথ খুঁজেছেন। আজও তিনি সেই একই ব্রত নিয়ে সামনে এগিয়ে চলেছেন, এক নতুন ভালুকার স্বপ্ন নিয়ে।
ভালুকার সন্তান হিসেবে এখানকার মানুষের দুঃখ-কষ্ট, উন্নয়ন-বঞ্চনার বাস্তবতা তাঁর নখদর্পণে। গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী শাসনের কারণে ভালুকার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তাই তিনি এক নতুন স্বপ্ন দেখছেন, একটি সমৃদ্ধ, সুস্থ ও টেকসই ভালুকা গড়ে তোলার। যেখানে তরুণদের এগিয়ে যাওয়ার পথ হবে মসৃণ, নাগরিক সুবিধা থাকবে নিশ্চিত,এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।
ভালুকার উন্নয়নে তাঁর অঙ্গীকার :
শিক্ষা ও কর্মসংস্থান : আধুনিক প্রশিক্ষণ, টেকনিক্যাল শিক্ষা ও উদ্যোক্তা হতে সহায়তার মাধ্যমে যুবসমাজকে দক্ষ করে তোলা।
স্বাস্থ্যসেবা : প্রতিটি ইউনিয়নে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা, মাতৃসদন ও কমিউনিটি ক্লিনিক উন্নয়ন এবং সর্বোচ্চ চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণ।
কৃষি ও গ্রামীণ উন্নয়ন : কৃষকদের জন্য সহায়ক নীতি, আধুনিক কৃষি প্রযুক্তির প্রচলন ও ন্যায্য বাজার নিশ্চিত করা।
পরিবেশ সংরক্ষণ : পানি দূষণ রোধ, সবুজায়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে ভালুকার প্রাকৃতিক পরিবেশের মানোন্নয়ন।
অবকাঠামো উন্নয়ন : টেকসই সড়ক, স্বাস্থ্যকেন্দ্র, নিরাপদ পানির ব্যবস্থা ও বিদ্যুৎ সুবিধার প্রসার।
সুশাসন ও স্বচ্ছতা : জনকল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণে জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা।
ডিজিটাল সুবিধা : ই-গভর্নেন্স, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং অনলাইন সেবা সহজীকরণ।
আগামীর ভালুকার জন্য এগিয়ে আসছেন তিনি ভালুকার মানুষের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা দূর করতে। আধুনিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং সুশাসনের মাধ্যমে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করে যেতে চান। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।
তাঁর বিশ্বাস, ভালুকার মানুষ এই পরিবর্তন চায়। উন্নত শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশবান্ধব পরিকল্পনা, আধুনিক কৃষি, স্বাস্থ্যসেবা, এবং জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করে তিনি ভালুকার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে চান। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
একটি নতুন ভালুকার জন্য, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত হবে, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। তাই এবার ভালুকার মানুষ জেগে উঠবে, উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
আপনার মতামত লিখুন