ময়মনসিংহ সদরে বিনামূল্যে ফলজ ও বনজ চারা বিতরণ

২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন খাতের আওতায় প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ সদর উপজেলায় মোট ৫,৪৭০টি ফলজ ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বুধবার (২ জুলাই) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত এ চারা বিতরণ কর্মসূচিতে ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান, ১০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ২৪০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়।
কর্মসূচিতে ১,২৪০টি নারিকেল, ৩০টি লেবু, ১১০টি তাল, ২৫০টি আম, ৯৬০টি নিম, ৯৬০টি বেল, ৯৬০টি জাম এবং ৯৬০টি কাঁঠালের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম (প্রিন্স)।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার তারিক আজিজ, কৃষি সম্প্রসারণ অফিসার আজিজা আক্তার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান তরফদার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুল ইসলাম বলেন, “পরিবেশ সংরক্ষণ, পারিবারিক পুষ্টি ও কৃষির টেকসই উন্নয়নে উৎসাহ প্রদান করতেই এই চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।”
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী বলেন, “প্রকৃতির আমাকে প্রয়োজন নেই, আমার প্রকৃতিকে প্রয়োজন। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা শুধু প্রাকৃতিক পরিবেশই রক্ষা করি না, বরং পারিবারিক আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করি। শিক্ষার্থী ও কৃষক—দুই শ্রেণিকেই আমরা এ বিষয়ে সচেতন করে তুলতে কাজ করছি।”
উল্লেখ্য, কৃষি প্রণোদনা ও পুনর্বাসন বাস্তবায়ন কমিটির নীতিমালা অনুযায়ী এই চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
আপনার মতামত লিখুন