খুঁজুন
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ঢাকা

ময়মনসিংহ সদরে বিনামূল্যে ফলজ ও বনজ চারা বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ণ
ময়মনসিংহ সদরে বিনামূল্যে ফলজ ও বনজ চারা বিতরণ

২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন খাতের আওতায় প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ সদর উপজেলায় মোট ৫,৪৭০টি ফলজ ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বুধবার (২ জুলাই) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত এ চারা বিতরণ কর্মসূচিতে ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান, ১০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ২৪০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়।

কর্মসূচিতে ১,২৪০টি নারিকেল, ৩০টি লেবু, ১১০টি তাল, ২৫০টি আম, ৯৬০টি নিম, ৯৬০টি বেল, ৯৬০টি জাম এবং ৯৬০টি কাঁঠালের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম (প্রিন্স)।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার তারিক আজিজ, কৃষি সম্প্রসারণ অফিসার আজিজা আক্তার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান তরফদার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুল ইসলাম বলেন, “পরিবেশ সংরক্ষণ, পারিবারিক পুষ্টি ও কৃষির টেকসই উন্নয়নে উৎসাহ প্রদান করতেই এই চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।”

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী বলেন, “প্রকৃতির আমাকে প্রয়োজন নেই, আমার প্রকৃতিকে প্রয়োজন। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা শুধু প্রাকৃতিক পরিবেশই রক্ষা করি না, বরং পারিবারিক আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করি। শিক্ষার্থী ও কৃষক—দুই শ্রেণিকেই আমরা এ বিষয়ে সচেতন করে তুলতে কাজ করছি।”

উল্লেখ্য, কৃষি প্রণোদনা ও পুনর্বাসন বাস্তবায়ন কমিটির নীতিমালা অনুযায়ী এই চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

বিষয় : কৃষিচারা

ভালুকায় উন্মুক্ত গরু-মহিষের অত্যাচারে কৃষকের ফসলের ক্ষতি, প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ
ভালুকায় উন্মুক্ত গরু-মহিষের অত্যাচারে কৃষকের ফসলের ক্ষতি, প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর পশ্চিমপাড়া গ্রামে উন্মুক্তভাবে গরু ও মহিষ পালন করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে তারেক শেখ এবং মেয়ে শরিফা আক্তার ও পারুল আক্তার দীর্ঘদিন ধরে প্রায় ২০-২৫টি গরু ও মহিষ মুক্তভাবে এলাকায় চড়াচ্ছেন। ফলে ধানের বীজতলা, সবজি ক্ষেতসহ বিভিন্ন কৃষিজ ফসলের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের নানা ভাবে অনুরোধ জানালেও কোনো প্রতিকার না পাওয়ায় বৃহস্পতিবার (৩ জুলাই) আবুল কালাম ফকির নামের এক ব্যক্তি স্থানীয় শতাধিক ভুক্তভোগীর স্বাক্ষরসহ ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, প্রাণীগুলো নিয়মিতভাবে ধানের বীজতলা ও ফসলি জমিতে প্রবেশ করে ব্যাপক ক্ষতি করছে। গত বুধবার (২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে গরু ও মহিষের একটি দল পরিকল্পিতভাবে একটি বীজতলা নষ্ট করে দেয়, যার ফলে প্রায় ১৪০ কেজি ধানের ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, “আমরা শান্তিপ্রিয় মানুষ, আইনের প্রতি শ্রদ্ধাশীল। বহুবার বলা সত্ত্বেও তারা পশুগুলো বেঁধে রাখেন না। বরং ইচ্ছাকৃতভাবেই ফসলের ক্ষতি করে যাচ্ছেন। এখন আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।”

এলাকাবাসীর দাবি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে উন্মুক্তভাবে পশু পালনের এই অনিয়ম বন্ধ করা হোক এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক।

স্থানীয়রা জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ফসলের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে, পাশাপাশি গ্রামে বড় ধরনের সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে।

ত্রিশালে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর, বৃদ্ধসহ পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণ
ত্রিশালে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর, বৃদ্ধসহ পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঠালীবন্দ গ্রামে বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. আব্দুল মজিদ (৬০)। তিনি জানান, শনিবার (২৮ জুন) দুপুরে একই এলাকার কয়েকজন ব্যক্তি তার বাড়িতে ঢুকে মারাত্মক হামলা চালান।

অভিযুক্তরা হলেন ইসলাম ডাক্তারের ছেলে মো. রুকন মিয়া (৪০) ও মো. উজ্জ্বল মিয়া (৪৫) এবং রুকনের স্ত্রী মোছাঃ মিনা আক্তার (৩৬)। এছাড়াও অজ্ঞাত আরও ২-৩ জন এই ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ সূত্রে জানা যায়।

ভুক্তভোগী অভিযোগে উল্লেখ করেন, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে অভিযুক্তরা দলবদ্ধভাবে তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তাকে ও তার স্ত্রী-সন্তানকে মারধর করা হয়।

তিনি জানান, অভিযুক্ত রুকন মিয়া হাতে থাকা বলছিড়া দা দিয়ে তাকে খুনের উদ্দেশ্যে মাথায় কোপ মারার চেষ্টা করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। তবে দা-এর গাড়া দিয়ে তার কোমরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন বাকি অভিযুক্তরা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে।

মারধরের সময় তার স্ত্রী জাহানারা খাতুন ছুটে এসে বাধা দিতে গেলে তারা তাকে টানা-হেঁচড়া করে বিবস্ত্র করার চেষ্টা করে। এরপর তাদের ছেলে ইসমাইল হোসেন ঘটনাস্থলে ছুটে এলে তাকেও শ্বাসনালী চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে। তাকেও বেধড়ক মারধর করে মারাত্মক জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আবদুল মজিদ আরও বলেন, অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় আইনের তোয়াক্কা না করে প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, “এই ঘটনার বিষয়ে যদি মামলা করিস, তোদের এলাকা ছাড়া করবো।”

এদিকে অভিযুক্ত উজ্জ্বল মিয়া মারধরের কথা অস্বীকার করে বলেন, তারা কলার ছড়ি কেটে নিয়ে গেছে। জিজ্ঞেস করায় আমাদের উপর চড়াও হলে তাদের সাথে হাতাহাতি হয়। আমরা তাদের আঘাত করিনি। তারাই আমাদের আঘাত করেছে।

ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ
ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) সন্ধ্যায় হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গুচ্ছগ্রামে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাইদ জুয়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, মোঃ মজিবুর রহমান মজু, মোঃ সারোয়ার জাহান এমরান, মোঃ রুহুল আমীন, খালেদা নার্গিস, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন আক্তার দিনা, শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন।

মত বিনিময় সভায় বক্তারা বলেন, বিএনপির গৃহীত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দরা।